Upcoming New Website
Click Here

লেকচার এবং এক্সাম দেওয়ার নিয়মাবলী


প্রিয় চিকিৎসকবৃন্দ, এডুডেন্ট বিভিন্ন ব্যাচ গুলোতে যারা ভর্তি হয়েছেন তারা অনলাইন লেকচার এবং এক্সাম দেওয়ার জন্য নিচের লেখাটি ভালো করে দেখে নিন।

লেকচার ক্লাসগুলো করার প্রয়োজনীয় ধাপগুলো লক্ষ্য করুন।

. প্রথমেই ব্রাউজারে গুগল ক্রোম ওপেন করুন (ইউসি ব্রাউজার এভোযে়ড করবেন)

. https://edudent.info  ওয়েব সাইটে প্রবেশ করুন।

. Doctor Login ক্লিক করুন এবং আপনার USER ID Password দিয়ে লগইন করুন।

. আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে My Schedule দেয়া নির্ধারিত তারিখ সময় অনুযায়ী Online Lecture Links ক্লিক করুন। এখানে আপনার ব্যাচের নামটি দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

. নির্ধারিত লেকচারের নামের উপর ক্লিক করুন।

. ভিডিও ON করার সাথে সাথেই  স্ক্রিনে Video Password দেখতে পাবেন এবং এটি নির্ধারিত স্থানে লিখুন এবং Watch Video ক্লিক করুন

. ভিডিওগুলো সার্ভার  থেকে লোড হতে মিনিট সময় লাগতে পারে।

. ভিডিও স্ট্রিমিং অ্যাভয়েড করতে হাই নেট স্পিড এনসিওর করুন এবং সেটিংস থেকে ভিডিও রেজুলেশন কমিয়ে নিন।

১০.ভিডিও Pause করার  অপশন রয়েছে, কোন কারনে Short Break এর প্রয়োজনে ভিডিওটি Pause করতে পারবেন। আপনার সুবিধা প্রয়োজনমতো সামনে-পেছনে  টেনে দেখতে পারবেন

১১. রুটিন সময়ে লেকচার ভিডিও না দেখতে পারলেও সিডিউল টাইম এর পরেও দেখতে পারবেন তবেপরবর্তী পরীক্ষার পূর্বেই দেখা কমপ্লি­ করার চেষ্টা করবেন।(ক্লাসের সাথে লেকচার শিট হার্ডকপির সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ)

১২. আইটি রিলেটেড যে কোন সমস্যায়  ড্যাশবোর্ডের Complain Box ব্যবহার  করুন

১৩. আপনি অনলাইন ক্লাসে বসার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বসুন। ডিভাইসে (কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনে) ফুল চার্জ করে নিন, ইন্টারনেট কানেকশন নিশ্চিত করে নিন, ক্লাস চলাকালীন অবস্থায় সংশ্লিষ্ট ডিভাইসে কল আদান-প্রদান থেকে বিরত থাকুন। খাতা কলম নিয়ে বসুন, হেডফোন বা ইয়ারফোন সাথে রাখতে পারেন।

একনজরে অনলাইন এক্সাম এর নিয়মাবলী :

.  https://edudent.info  ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

. আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে Online exam & Results অপশনে ক্লিক করুন। আপনার ব্যাচের নামের উপর ক্লিক করুন।

৩. Go to exam বক্স এ click করার পরপরই আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে।

৪. প্রশ্ন MCQ type হলে প্রতিটি অপশন এর বিপরীতে T এবং F বৃত্ত রয়েছে। আপনি True যুক্তিযুক্ত মনে করলে T বৃত্ত অথবা False যুক্তিযুক্ত মনে করলে F বৃত্ত click করবেন। কোন  বৃত্ত click করার পর পরিবর্তন করার সুযোগ থাকবেনা ।

৫. প্রশ্ন SBA Type হলে যেকোনো একটি বৃত্ত click করুন। বৃত্ত পরিবর্তন করার সুযোগ থাকবেনা।

৬. কোন প্রশ্ন ছেড়ে দিলে সিরিয়ালের শেষ প্রশ্নের পর স্কিপ করে আসা প্রশ্ন গুলো “unanswered” অপশন থেকে পূণরায় answer করার সুযোগ পাবেন। সকল স্টেম উত্তর না করে আসা প্রশ্নগুলোও “Partial answer" অপশন থেকে পূণরায় answer করার সুযোগ পাবেন।

৬. পরীক্ষা শেষ হলে Submit বক্স এ click করুন।

৭. সময়ের দিকে খেয়াল রাখুন, নির্ধারিত সময়ের পর পরীক্ষাটি auto-submit হয়ে যাবে।

৮. পরীক্ষা দেওয়ার পর পুরো প্রশ্নটিই আপনার উত্তর সহ আপনার প্রোফাইলে থাকবে। আপনি চাইলে পরবর্তীতে যেকোনো সময় এটি Answer details এ click করলে দেখতে পারবেন।

৯. ব্যবহৃত ডিভাইসে (ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ফোন) এ যথেষ্ট চার্জ করে রাখবেন যাতে পরীক্ষার পুরো সময়টিতে কোনো ব্যাঘাত না ঘটে। পরীক্ষা চলাকালীন সময়ে ব্যবহৃত ডিভাইসে কোন কল আদান-প্রদানে বিরত থাকুন। ইন্টারনেট কানেকশন নিশ্চিত রাখুন। 

EDUDENT এর বর্তমান ব্যাচগুলো জানতে ক্লিক করুন।

ধন্যবাদ।

এডুডেন্ট এ বাসায় বসেই ভর্তি হওয়ার কোন উপায় রয়েছে ?
আমি FCPS Part-1 এর প্রিপারেশন নিতে চাই। এ ব্যাপারে এডুডেন্ট আমাকে কিভাবে সহযোগিতা করতে পারে ?
Admission Form ক্লিক করে ফর্ম পুরণ করে, FCPS Part-1 লং ব্যাচ বা রেগুলার ব্যাচে কিভাবে ভর্তি হবো ?
এডুডেন্ট এর অনলাইন ক্লাসগুলোর সুবিধা কি কি রয়েছে, ভিডিও লেকচার এবং পরীক্ষাগুলি কতদিন পর্যন্ত প্রোফাইলে থাকবে?
এডুডেন্ট এ ভর্তি না হয়েও কি এডুডেন্ট এর লেকচার শিট এবং অন্যান্য বই পত্র অনলাইনে কিনতে পারব?
কোভিড সিচুয়েশনের মধ্যে আপনাদের অফিস কি খোলা আছে?
রেসিডেন্সি পরীক্ষার মেরিট পজিশনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই...
আমি লেকচার সীটসহ ব্যাচে ভর্তি হয়েছি। লেকচার সীট কবে হাতে পেতে পারি?
সহজে বিকল্প উপায়ে লগইন করার পদ্ধতি
ওয়েবসাইটের লগইন পেইজে অপশন গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই
শিডিউল থেকে লেকচার এবং এক্সাম দেওয়ার নিয়মাবলী
Details of "System Driven" study method.
How to pay course fee?
অনলাইন ক্লাস বা পরীক্ষাতে সমস্যা ফেস করছেন?
A to Z of Subscription
আপনার ফোনে কি ভিডিও লেকচার দেখতে এবং লেকচার ভিডিও সাউন্ড প্রবলেম হচ্ছে ? সমাধান করুন এখানে-
ডিভাইস ভেরিফিকেশন কিভাবে করব বিস্তারিত জানতে চাই