Upcoming New Website
Click Here

A to Z of Subscription


এডুডেন্ট ভিডিও লাইব্রেরীর সাবস্ক্রিপশন সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

 

সম্মানিত চিকিৎসকৃন্দ,

আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ আছেন।

 

✅ সাবস্ক্রিপশন নিয়ে আপনাদের অসংখ্য মেসেজ ও কল পেয়েছি এবং সাবস্ক্রিপশন নিয়ে আপনাদের আগ্রহ এডুডেন্টকে সত্যিই অবাক করেছে।

 

🟢 ফেসবুকে যখন এই পোস্টটি লেখা হচ্ছে ঠিক এই মুহূর্তে Post-graduation এন্ট্রি লেভেলের প্রস্তুতির জন্য এডুডেন্ট এর ভিডিও লাইব্রেরীতে 7673 তম ভিডিওটি আপলোড হচ্ছে। সেই 2020 সালের মার্চ মাস থেকে COVID-19 পেনডেমিক পরিস্থিতি এডুডেন্ট এর অনলাইন যাত্রা শুরু হয় এবং অদ্যবধি এই অনলাইন যাত্রা চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে 2022 সাল শেষ হওয়ার আগেই এডুডেন্ট এর ভিডিও লাইব্রেরীতে মোট ভিডিওর সংখ্যা 10000 ক্রস করে যাবে ইনশাআল্লাহ। 

 

🔵 বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষার ভ্যারিয়েশন, বিভিন্ন ডিসিপ্লিন ও ফ্যাকাল্টি এবং প্রতি বছর ও সেশনগুলোতে এডমিশন পরীক্ষাগুলোর প্রশ্নের বৈচিত্রতার জন্য এডুডেন্টকে প্রতিবছর হাজার হাজার নতুন ভিডিও করতে হচ্ছে যাতে করে পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যাশী চিকিৎসকদের প্রস্তুতি টু দা পয়েন্ট এবং ইফেক্টিভ হয়। 

 

🏀 প্রতিটি প্রি-রেকর্ডেড ভিডিও সম্মানিত চিকিৎসকদের সামনে উপস্থাপন করার আগ পর্যন্ত এডুডেন্টকে যে বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করতে হয় তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হবে। পোস্ট গ্রাজুয়েশন এর মত জটিল পড়াশোনাকে শুধুমাত্র চিকিৎসকদের সুবিধার কথা চিন্তা করে এডুডেন্ট Facebook বা youtube নির্ভর কোন সস্তা ব্যবস্থায় না নিয়ে অত্যন্ত ব্যয়বহুল Video Streaming এর ব্যবস্থা করেছে এবং বাংলাদেশে চিকিৎসা-শিক্ষাঙ্গনে #একমাত্র_এডুডেন্টই এই ব্যবস্থা করতে পেরেছে । এতে করে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ অনেকটাই নির্ভার ও নিশ্চিন্ত থেকেছেন। নিজের ডিউটি, ব্যক্তিগত ও সামাজিক জীবন এবং অন্যান্য ব্যস্ততার ফাঁকে ফাঁকে পোস্ট গ্র্যাজুয়েশন এর প্রস্তুতি নিতে পেরেছেন খুব সহজেই।

 

🟥 বর্তমানে যারা বিভিন্ন অফলাইন ব্যাচে ভর্তি আছেন তারাও যদি কোন কারণে কোন ক্লাস মিস করেন তাহলে অনলাইনে ক্লাস করার সুযোগ রয়েছে এবং #কেবলমাত্র_এডুডেন্ট অফলাইন স্টুডেন্টদেরও অনলাইনে ক্লাস করার এই ব্যবস্থা রেখেছে। অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন প্রস্তুতিতে এডুডেন্ট যে হাইব্রিড কনসেপ্ট নিয়ে এসেছে তা দিনশেষে চিকিৎসকদের পুরোপুরি কাজে লেগেছে ।

 

📒 এডুডেন্ট এর এই বিশাল ভিডিও লাইব্রেরি মেইনটেইন করা কোন মুখের কথা নয়। অর্ধশতাধিক এক্সিকিউটিভ ও সার্ভার ম্যানেজারবৃন্দ এডুডেন্ট ভিডিও লাইব্রেরি অত্যন্ত যত্ন সহকারে নিরলসভাবে মেইনটেইন করে যাচ্ছেন।

 

🟢 আপনারা ইতোমধ্যে বিভিন্ন কমেন্টে, ইনবক্সে এবং ফোন করে আমাদের কাছে সাবস্ক্রিপশন নিয়ে আপনাদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন। তারই আলোকে এডুডেন্ট ভিডিও লাইব্রেরীর এই হাজার হাজার ভিডিওর মধ্যে আপনার জন্য কোন ভিডিওটি উপযোগী ও কার্যকরী হবে সেটা নির্ধারণ করতেই জেনেসিস আইটি টিমকে নানা ধরনের এলগরিদম এর সহযোগিতা নিতে হচ্ছে। 

 

তবে এটা নিশ্চিত করে বলতে পারি সাবস্ক্রিপশন বাংলাদেশের মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন জগতে এক দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ।

 

⭕ আপনাদের করা কিছু প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন।⭕

 

🎯 আমি কিভাবে এডুডেন্ট এর ভিডিও লাইব্রেরি সাবস্ক্রাইবার হতে পারবো?

 

✅ এডুডেন্ট যে কোন রেগুলার ব্যাচ অথবা এক্সাম ব্যাচে ভর্তি ছিলেন বা ভর্তি আছেন এমন যেকোন চিকিৎসক এই বিশাল ভিডিও লাইব্রেরির সাবস্ক্রাইবার হতে পারবেন। সাবসক্রিপশন অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন যে আপনি সাবস্ক্রাইবার হতে পেরেছেন কিনা। সাবস্ক্রিপশনের জন্য নির্বাচিত হয়ে থাকলে আপনাকে একটি অভিনন্দন মেসেজ দেখানো হবে।

 

🎯 পূর্বে শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম, আমি কি সাবস্ক্রাইবার হতে পারব?

 

✅ আপনি পূর্বে শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হয়ে থাকলেও রেগুলার ব্যাচের ভিডিও গুলো সাবস্ক্রাইব করতে পারবেন।

 

🎯 আমি পূর্বে FCPS Part-1 এর ব্যাচে ভর্তি ছিলাম, সে ক্ষেত্রে আমি কি রেসিডেন্সি অথবা ডিপ্লোমার কোনো ভিডিও সাবস্ক্রাইব করতে পারবো?

 

✅ পারবেন। 

রেসিডেন্সি/ডিপ্লোমার কোন ব্যাচে ভর্তি হয়ে থাকলেও আপনি FCPS Part-1 এর ভিডিও সাবস্ক্রাইব করতে চাইলে সেটাও পারবেন।

🎯 FCPS Part-1 এর ব্যাচে যে ডিসিপ্লিন/সাবজেক্ট এর জন্য ভর্তি ছিলাম এখন অন্য ডিসিপ্লিন/সাবজেক্টের ভিডিও সাবস্ক্রিপশন নিতে চাই, এটা কি সম্ভব?

 

✅ হ্যাঁ। 

 

🎯 পূর্বে এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম, সল্ভ ক্লাস গুলো করতে চাই এবং সম্ভব হলে সংশ্লিষ্ট পরীক্ষাগুলো দিতে চাই, পারবো কি?

 

✅ সল্ভ ক্লাস এর ভিডিওগুলো আপনার প্রয়োজন অনুযায়ী সাবস্ক্রাইব করতে পারবেন এবং চাইলে সংশ্লিষ্ট পরীক্ষাগুলোও দিতে পারবেন (পরীক্ষা দেয়ার অপশনটি ২৫ জুলাই থেকে অ্যাভেইলেবল হবে) ।

 

🎯 আগে রেগুলার ব্যাচে ভর্তি ছিলাম, কয়েকটা ভিডিও দেখতে পারিনি, শুধুমাত্র ওই কয়েকটা ভিডিও সাবস্ক্রিবশন নিতে চাই, পারবো কি?

 

✅ পারবেন। 

আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন সংখ্যক ভিডিও সাবস্ক্রাইব করে দেখতে পারবেন। একসাথে কম সংখ্যক ভিডিও সিলেক্ট করে সাবস্ক্রিপশন নিন। Cost Effective Method অনুসরণ করুন (পোষ্টের একেবারে নিচের দিকে বিস্তারিত বলা আছে)।

 

🎯 নূন্যতম কয়টা ভিডিও সাবস্ক্রাইব করা যাবে? মাত্র একটা ভিডিও সাবস্ক্রাইব করা যাবে?

 

✅ হ্যাঁ, মাত্র একটি ভিডিও সাবস্ক্রাইব করা যাবে। আপনি চাইলে ভিডিও লাইব্রেরীর সবগুলো ভিডিও সাবস্ক্রাইব করতে পারবেন। Cost Effective Method অনুসরণ করুন (পোষ্টের একেবারে নিচের দিকে বিস্তারিত বলা আছে)।

 

🎯 সাবস্ক্রিপশন কতদিনের জন্য নেওয়া যাবে?

 

✅ সাত দিন থেকে শুরু করে অনির্দিষ্টকালের জন্য সাবস্ক্রিপশন নেওয়া যাবে। তবে এক্ষেত্রে ভিডিওর সংখ্যা কম হলে সাবস্ক্রিপশনের ডিউরেশন কম হবে, ভিডিওর সংখ্যা যত বেশি হবে সাবস্ক্রিপশনের ডিউরেশন তত বেশি হবে। আপনি আপনার সুবিধা মত ডিউরেশন সিলেক্ট করতে পারবেন। Cost Effective Method অনুসরণ করুন (পোষ্টের একেবারে নিচের দিকে বিস্তারিত বলা আছে)।

 

🎯 ভিডিও সাবস্ক্রিপশন এর মেয়াদ শেষ হলে ওই একই ভিডিও বা ভিডিও গুলো পুনরায় সাবস্ক্রাইব নেওয়া যাবে কি?

 

✅ যাবে। 

অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার পরেও আগের সাবস্ক্রিপশন করা ভিডিও গুলো পুনরায় সাবস্ক্রিপশন নেওয়া যাবে এবং আপনি চাইলে এর সাথে অন্যান্য ভিডিও সাবস্ক্রিপশন নিতে পারবেন।

 

🎯 সাবস্ক্রিপশনের ন্যূনতম চার্জ কত?

 

✅ সাবস্ক্রিপশনের ন্যূনতম চার্জ 45 টাকা মাত্র। অর্থাৎ মাত্র ৪৫ টাকা থেকে সাবস্ক্রিপশন শুরু।

 

🎯 বিভিন্ন ভিডিও গুলোর সাবস্ক্রিপশন চার্জ কি বিভিন্ন রকম ?

 

✅ হ্যাঁ, ভিডিও ডিউরেশন অনুযায়ী বিভিন্ন ভিডিওর চার্জ বিভিন্ন রকম। 

 

🎯 সাবস্ক্রিপশনের চার্জ কি কি বিষয়ের উপর নির্ভর করবে?

 

✅ সাবস্ক্রিপশনকৃত মোট ভিডিওর সংখ্যা এবং ডিউরেশনের উপর সাবস্ক্রিপশন চার্জ নির্ভর করবে। Cost Effective Method অনুসরণ করুন (পোষ্টের একেবারে নিচের দিকে বিস্তারিত বলা আছে)।

 

🎯 একবার সাবস্ক্রিপশন নেওয়ার পর কতদিন পরে পরবর্তী subscription নেওয়া যাবে?

 

✅ সাবস্ক্রিপশন অপশনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি যে কোন সময় চাইলেই সাবস্ক্রিপশন নিতে পারবেন । এতে কোন বাধা ধরা নিয়ম নেই। যেমন ধরুন আপনি সকালে দুটো ভিডিওর সাবস্ক্রিপশন নিলেন, আবার চাইলে বিকেল বেলায় অন্য দুটো ভিডিও সাবস্ক্রিপশন নিতে পারবেন। সকালবেলা FCPS Part-1 এর ভিডিও সাবস্ক্রাইব করে বিকালবেলা রেসিডেন্সির ভিডিও সাবস্ক্রাইব করতে কোন অসুবিধা নেই। অর্থাৎ আপনি যখন খুশি তখনই এবং যেকোনো কোর্সের ভিডিও সাবস্ক্রাইব করতে পারবেন। 

 

🎯 সাবস্ক্রিপশনের টাকা কিভাবে পরিশোধ করব?

 

✅ প্রয়োজনীয় সংখ্যক ভিডিও এবং ডিউরেশন সিলেক্ট করার পরে "Pay Now" অপশনে ক্লিক করে আপনি পেমেন্ট গেটওয়েতে বিকাশ রকেট অথবা কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং দিয়ে পরিশোধ করতে পারবেন। নিজের বিকাশ একাউন্ট না থাকলে অন্য বিকাশ একাউন্ট দিয়েও পরিশোধ করা যাবে।

 

🎯 সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সাবস্ক্রিপশন অপশনটি কিভাবে নিজের জন্য Cost Effective way তে ব্যবহার করতে পারবেন?

 

✅🟢 প্রথমেই জানিয়েছিলাম যে যারা সাবস্ক্রাইবার হয়েছেন তারা এডুডেন্ট এর ভিডিও লাইব্রেরীতে এক্সেস পেলেন। এডুডেন্ট এর ভিডিও লাইব্রেরীতে 7500+ ভিডিও আছে এবং এই সবগুলো ভিডিও আপনার প্রয়োজন হবে না। আপনি যদি FCPS Part-1 পরীক্ষা দিতে চান তাহলে আপনার ডিসিপ্লিন যেটাই হোক না কেন আপনার হয়তো সর্বোচ্চ 50 টা ভিডিও প্রয়োজন হতে পারে। 

 

তাহলে আপনি কি এখন 50 টা ভিডিও একসাথে সাবস্ক্রিপশন করবেন? উত্তর হচ্ছে "না" ⛔। আপনি কখনোই একসাথে এতগুলো ভিডিও সাবস্ক্রিপশন করতে যাবেন না এবং একসাথে এতগুলো ভিডিও সাবস্ক্রাইব করার কোন প্রয়োজন নেই ⛔। যেহেতু আপনি ভিডিও লাইব্রেরী এক্সেস পেয়েছেন এবং এই এক্সেস আপনার থাকবে। তাই আপনি তাড়াহুড়া না করে ধীরেসুস্থে আপনার যখন যেটা প্রয়োজন শুধুমাত্র ওই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও দেখা হয়ে গেলে পরবর্তী ভিডিও সাবস্ক্রিপশন করবেন। তবে একসাথে সর্বোচ্চ 4 টা ভিডিও পর্যন্ত সাবস্ক্রিপশন নিতে পারেন। এতে করে আপনি মিনিমাম কস্টিংয়ে ভিডিও গুলো দেখতে পারবেন।

 

 

অর্থাৎ এডুডেন্ট সাবস্ক্রিপশন অপশন টি চালু করার মাধ্যমে এমন এক জগতে প্রবেশ করছে যেখানে চিকিৎসক নিজেই নিজের জন্য সুবিধামত কোর্স বানাতে পারবেন , নিজের কোর্সের ডিউরেশন ঠিক করতে পারবেন। 

 

#EDUDENT

#Happy_Learning

#Subscription

#EDUDENT_Video_Library

 

এডুডেন্ট এ বাসায় বসেই ভর্তি হওয়ার কোন উপায় রয়েছে ?
আমি FCPS Part-1 এর প্রিপারেশন নিতে চাই। এ ব্যাপারে এডুডেন্ট আমাকে কিভাবে সহযোগিতা করতে পারে ?
Admission Form ক্লিক করে ফর্ম পুরণ করে, FCPS Part-1 লং ব্যাচ বা রেগুলার ব্যাচে কিভাবে ভর্তি হবো ?
এডুডেন্ট এর অনলাইন ক্লাসগুলোর সুবিধা কি কি রয়েছে, ভিডিও লেকচার এবং পরীক্ষাগুলি কতদিন পর্যন্ত প্রোফাইলে থাকবে?
এডুডেন্ট এ ভর্তি না হয়েও কি এডুডেন্ট এর লেকচার শিট এবং অন্যান্য বই পত্র অনলাইনে কিনতে পারব?
কোভিড সিচুয়েশনের মধ্যে আপনাদের অফিস কি খোলা আছে?
রেসিডেন্সি পরীক্ষার মেরিট পজিশনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই...
আমি লেকচার সীটসহ ব্যাচে ভর্তি হয়েছি। লেকচার সীট কবে হাতে পেতে পারি?
সহজে বিকল্প উপায়ে লগইন করার পদ্ধতি
ওয়েবসাইটের লগইন পেইজে অপশন গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই
লেকচার এবং এক্সাম দেওয়ার নিয়মাবলী
শিডিউল থেকে লেকচার এবং এক্সাম দেওয়ার নিয়মাবলী
Details of "System Driven" study method.
How to pay course fee?
অনলাইন ক্লাস বা পরীক্ষাতে সমস্যা ফেস করছেন?
আপনার ফোনে কি ভিডিও লেকচার দেখতে এবং লেকচার ভিডিও সাউন্ড প্রবলেম হচ্ছে ? সমাধান করুন এখানে-
ডিভাইস ভেরিফিকেশন কিভাবে করব বিস্তারিত জানতে চাই