Upcoming New Website
Click Here

Details of "System Driven" study method.


কোভিড উত্তর সময়ে মেডিকেল চিকিৎসা অঙ্গনে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায়। চিকিৎসক সমাজ প্রযুক্তির অনেক কিছুর সাথে যেগুলো কালেভদ্রে ব্যবহার করার প্রয়োজন হতো সাথেই এখন সুপরিচিত হয়েছেন। পোস্ট গ্রাজুয়েশন এর প্রস্তুতি গ্রহণে এখন অনলাইনেই সেমিনার, সিম্পোজিয়াম, ক্লাস এবং পরীক্ষা দেওয়ার অভূতপূর্ব সুযোগ বিদ্যমান। কোভিড সিচুয়েশনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম কার্যত বন্ধ থাকলেও চিকিৎসকদের পোস্ট গ্রাজুয়েশন এর পুরো প্রক্রিয়াটি মোটামুটি অব্যাহত ছিল। 

2020 সালের মার্চ মাস থেকে প্রশাসন কর্তৃক প্রদত্ত অবশ্য পালনীয় নির্দেশনাবলী এর জন্য পোস্ট গ্রাজুয়েশন এর টানেলে থাকা শতভাগ চিকিৎসককে অনলাইন সিস্টেম এর মধ্য দিয়ে যেতে হয়েছে। অন্যান্য বিষয়াবলীর মতোই অনলাইন সিস্টেমটিও সকল চিকিৎসকদের জন্য সমানভাবে ইফেক্টিভ হয়নি। ঘরে বসে অনলাইনে ক্লাস এবং পরীক্ষা দেওয়ার সুবিধা থাকা সত্বেও চিকিৎসকদের উল্লেখযোগ্য অংশ অনলাইন সিস্টেমটিকে আরো কিভাবে ইফেক্টিভ করা যায় সে ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। জেনেসিস সব সময় চিকিৎসকদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব দেয়। 

যেসকল চিকিৎসকবৃন্দ অনলাইনে ক্লাস পরীক্ষা অব্যাহতভাবে চলুক এটা চান কিন্তু পাশাপাশি নিজেকে মোটিভেটেড রাখতে চান তাদের জন্য জেনেসিস ওয়েবসাইট এবং এন্ড্রোয়েড অ্যাপসে নতুন একটি আপডেট দেয়া হয়েছে যেটা "System Driven" নামে একটি অপশন হিসেবে পাবেন।


"System Driven" বলতে কী বোঝায়?
System Driven এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনাকে ক্লাস এবং পরীক্ষাগুলোর জন্য একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে যেকোন ক্লাস বা পরীক্ষা এলোমেলোভাবে যেকোনো সময় দেওয়ার সুযোগ নেই। আপনাকে একটি ধারাবাহিক ও নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে ক্লাস এবং পরীক্ষাগুলো দিতে হবে।

আপনার সিডিউল অনুযায়ী নির্ধারিত তারিখে আপনার ক্লাস এবং পরীক্ষা দেওয়ার অপশন টি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে। আপনি যে ক্লাস করতে চান সেটি পুরোপুরি শেষ না করা পর্যন্ত অন্য কোন ক্লাস করতে পারবেন না। নির্ধারিত ক্লাসটি করার পর পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক রাখা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনি অন্য কোন ক্লাস করার সুযোগ পাবেন এবং সর্বশেষ যে ক্লাসটি দেখেছেন সেটি পুনরায় করার সুযোগ থাকছে না। এভাবে আপনি একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে আপনার ব্যাচের সবগুলো ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

"System Driven" অপশন চালু করার উপায় কি?
যেসকল Batch এ System Driven স্টাডি মেথড Enable করা আছে ঐসকল ব্যাচ গুলোর Schedule অপশনে ক্লিক করলেই System Driven অপশনটি Accept/Deny করতে পারবেন। তবে এখানে আপনি যে ব্যাচে ভর্তি হয়েছেন নির্ধারিত ওই Batch টির উপর কি কি শর্ত আরোপ করা থাকবে সেটি বিস্তারিত লেখা থাকবে। বিভিন্ন ব্যাচের জন্য শর্তাবলী ভিন্ন ভিন্ন হতে পারে।


"System Driven" অপশন কিভাবে পরিবর্তন করব?
My Course অপশন এ ক্লিক করে খুব সহজেই system driven চালু বা বন্ধ করা যাবে, তবে চালু বা বন্ধ করার নির্দিষ্ট লিমিট থাকবে।

System Driven কিছু কিছু ব্যাচের জন্য বাধ্যতামূলক করা থাকতে পারে।

Mandatory System Driven কি?
Mandatory System Driven এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনাকে ক্লাস এবং পরীক্ষাগুলোর জন্য একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে যেকোন ক্লাস বা পরীক্ষা এলোমেলোভাবে যেকোনো সময় দেওয়ার সুযোগ নেই। আপনাকে একটি ধারাবাহিক ও নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে ক্লাস এবং পরীক্ষাগুলো দিতে হবে।

আপনার সিডিউল অনুযায়ী নির্ধারিত তারিখে আপনার ক্লাস এবং পরীক্ষা দেওয়ার অপশন টি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে। আপনি যে ক্লাস করতে চান সেটি পুরোপুরি শেষ না করা পর্যন্ত অন্য কোন ক্লাস করতে পারবেন না। নির্ধারিত ক্লাসটি করার পর পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক রাখা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনি অন্য কোন ক্লাস করার সুযোগ পাবেন এবং সর্বশেষ যে ক্লাসটি দেখেছেন সেটি পুনরায় করার সুযোগ থাকছে না। এভাবে আপনি একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে আপনার ব্যাচের সবগুলো ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

ব্যাচটিতে System Driven অপশনটি নিষ্ক্রিয় করার সুযোগ নেই।

কিছু কিছু ব্যাচের জন্য System Driven অপশনাল রাখা হয়েছে । আপনি চাইলে System Driven অপশন টি আপনার জন্য সক্রিয় রাখতে পারেন আবার চাইলে নিষ্ক্রিয় রাখতে পারেন । কোর্সের পুরো সময় জুড়ে System Driven অপশনটি সক্রিয়/নিষ্ক্রিয় রাখার অপশনটি পাবেন পারেন ।

System Driven অপশনটি নিষ্ক্রিয় রাখলে ক্লাস ও পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে উপরোক্ত বাধ্যবাধকতা থাকবে না অর্থাৎ আপনি আপনার সুবিধামত সময়ে যেকোন ক্লাস বা পরীক্ষা যেকোনো সময় দিতে পারবেন।

System Driven অপশনটি সক্রিয় থেকে নিষ্ক্রিয় করতে চাইলে My Course অপশন এ ক্লিক করে নিষ্ক্রিয় করতে পারবেন। এই অপশনটি সর্বোচ্চ দুই বার ব্যবহার করতে পারবেন।

ধন্যবাদ।

এডুডেন্ট এ বাসায় বসেই ভর্তি হওয়ার কোন উপায় রয়েছে ?
আমি FCPS Part-1 এর প্রিপারেশন নিতে চাই। এ ব্যাপারে এডুডেন্ট আমাকে কিভাবে সহযোগিতা করতে পারে ?
Admission Form ক্লিক করে ফর্ম পুরণ করে, FCPS Part-1 লং ব্যাচ বা রেগুলার ব্যাচে কিভাবে ভর্তি হবো ?
এডুডেন্ট এর অনলাইন ক্লাসগুলোর সুবিধা কি কি রয়েছে, ভিডিও লেকচার এবং পরীক্ষাগুলি কতদিন পর্যন্ত প্রোফাইলে থাকবে?
এডুডেন্ট এ ভর্তি না হয়েও কি এডুডেন্ট এর লেকচার শিট এবং অন্যান্য বই পত্র অনলাইনে কিনতে পারব?
কোভিড সিচুয়েশনের মধ্যে আপনাদের অফিস কি খোলা আছে?
রেসিডেন্সি পরীক্ষার মেরিট পজিশনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই...
আমি লেকচার সীটসহ ব্যাচে ভর্তি হয়েছি। লেকচার সীট কবে হাতে পেতে পারি?
সহজে বিকল্প উপায়ে লগইন করার পদ্ধতি
ওয়েবসাইটের লগইন পেইজে অপশন গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই
লেকচার এবং এক্সাম দেওয়ার নিয়মাবলী
শিডিউল থেকে লেকচার এবং এক্সাম দেওয়ার নিয়মাবলী
How to pay course fee?
অনলাইন ক্লাস বা পরীক্ষাতে সমস্যা ফেস করছেন?
A to Z of Subscription
আপনার ফোনে কি ভিডিও লেকচার দেখতে এবং লেকচার ভিডিও সাউন্ড প্রবলেম হচ্ছে ? সমাধান করুন এখানে-
ডিভাইস ভেরিফিকেশন কিভাবে করব বিস্তারিত জানতে চাই